ঐতিহ্যবাহী বাজার সেই বৃটিশ সম্রাজ্যবাদ আমলে কলকাতা শহরের সাথে নৌপথ হিসাবে জাহাজ চলাচলের অত্যান্ত গুরুত্বপূর্ণ ছোট বন্দর হিসাবে ব্যবহার হইত। ঠিক কতসালে বাজার হিসাব ইনাতগঞ্জ বাজার প্রতিষ্টা পায় তা ঠিক বলা নাগেলেও জনশ্রুতি মতে তৎকালীন সিলেটের ফৌজদার এনায়েত খাঁর নামে বাজারতীর নাম করন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস